বাংলাদেশ এ দলের বিপক্ষে তিনটি এক দিনের ও দুইটি চার দিনের ম্যাচ খেলতে আগামী ১ মে সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই কিউইদের বিপক্ষে এই সিরিজের চার ম্যাচ সিলেটে, একটি মিরপুরে। বাংলাদেশে নিউজিল্যান্ড এ দলের এটাই প্রথম সফর।
সিরিজের খেলাগুলো শুরু হবে সিলেটে। শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ড ’এ’ দলের মাসব্যাপী সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।
গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতই দেশে ও দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দল। ২০২২ নিউ জিল্যান্ডের মেয়েদের বিপক্ষেও সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। ঢাকায় পৌঁছে আগামী মে মাসের প্রথম দিন বাংলাদেশে এসে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে কিউইরা।
এরপর ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম এক দিনের ম্যাচ। একই মাঠে ৭ মে হবে দ্বিতীয় ম্যাচ। পরে আউটার মাঠে ১০ তারিখ তৃতীয় ম্যাচে লড়বে দুই দল। এরপর আবার মূল মাঠে ১৪ মে শুরু হবে চার দিনের সিরিজের প্রথম ম্যাচ। পরে দ্বিতীয় চার দিন ও সফরের শেষ ম্যাচ খেলতে ঢাকায় আসবে দুই দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ মে শুরু হবে ওই ম্যাচ।