বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে ক্ষোভ ঝাড়লেন জ্যোতি!

নিগার সুলতানা জ্যোতির ফেইবুক পোস্ট

বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ নতুন কিছু নয়। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি । নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি গভীর হতাশা প্রকাশ করেছেন।

জ্যোতি লেখেন, সরকারি হাসপাতালের জরুরি বিভাগে অনেক সময়ই চিকিৎসক মেলে না, আর প্রাইভেট সেন্টারে রোগীর অগ্রাধিকার ঠিক হয় আর্থিক সামর্থ্যের ওপর। তাঁর ভাষায়, “সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশী প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই।”

নিজ চোখে দেখা অভিজ্ঞতার কথা জানিয়ে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি আরও লেখেন, “আজ নিজের চোখে যা দেখলাম, মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।”

জ্যোতির পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই তাঁর সঙ্গে একমত হয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেন নিজেদের অভিজ্ঞতা দিয়ে।

উল্লেখ্য, সম্প্রতি বিশ্বকাপ অভিযান শেষ করে দেশে ফিরেছে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৭ ম্যাচে মাত্র ১টি জয় পেয়ে টুর্নামেন্টে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে টাইগ্রেসরা। হতাশাজনক পারফরম্যান্সের পর এবার মাঠের বাইরেও দেশের এক গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে সরব হলেন অধিনায়ক।

Exit mobile version