চলতি ঢাকা প্রিমিয়ার লিগের দল গুলশান ক্লাবের মালিকানা আছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবালের। নিজের কেনা দলের বিপক্ষে হেরেছে তামিম ইকবালের ঢাকা মোহামেডান। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনের দ্বিতীয় খেলায় মোহামেডানকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারায় গুশলানের ক্লাবটি।
এদিন বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইফতিখার হোসেন সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রান তোলে গুলশান ক্লাব। দলের পক্ষে ওপেনার আজিজুল হাকিম ৪ রানে রনির বলে ও জাওয়াদ আবির ৭৫ রান করে সাইফুদ্দিনের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন।
তবে এদিনি তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১১০ বলে ৯ বাউন্ডারি ও তিন ছক্কায় ১০৮ রান করে বিদায় নেন ইফতিখার হোসেন। এছাড়া হাবিবুর শেখ ৪৭ ও মেহেদী হাসান ২০ রান করে বিদায় নেন। বল হাতে মোহামেডানের পক্ষে আবু হায়দার রনি ১০ ওভারে ৬৬ রানে নেন চারটি উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও এবাদত হোসেন নেন একটি করে উইকেট।
জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় মোহামেডান। ওপেনার রনি তালুকদার ৯ রান করে নাহিদুজ্জামানের বলে বোল্ড ও অধিনায়ক তামিম ২২ বলে ২২ রান করে রায়হান আলীর বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে আজিজুল হাকিমের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন আরিফুল ইসলাম।
এছাড়া মাহিদুল ইসলাম অংকন ৩১ রান করে বিদায় নিলে আর কোন ব্যাটার গুলশান ক্লাবের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি। ফলে ৪০.২ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় তারা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ইফতিখার ৭ ওভারে ৩২ রানে নেন তিনটি উইকেট। এছাড়া আজিজুল হাকিম ও মোহাম্মদ ইলিয়াস নেন দুটি করে উইকেট।