চলতি ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছে ঢাকা আবাহনী লি:। টুর্নামেন্টে পঞ্চম রাউন্ডের খেলা শেষে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে শিরোপার রেসে এগিয়ে আছে আবাহনী। তবে দল ভালো করলেও ব্যাট হাতে আবাহনীর হয়ে জ্বলে উঠতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এই অবস্থায় দলের পারফরম্যান্স নিয়েই খুশি শান্ত। এ বিষয়ে সোমবার দুপুরে মিরপুরে অনুশীলন শেষে আবাহনীর অধিনায়ক বলেন,‘আবাহনীর পারফরম্যান্স নিয়ে খুব ইনজয় করছি, দল হিসেবে যদি বলেন তাহলে, এখন পর্যন্ত ভালো ক্রিকেট খেলছি আমরা। আমি মনে করি আমাদের দলের আরও ভালো ক্রিকেট খেলা সম্ভাব।’
এছাড়া তিনি বলেন,‘পয়েন্ট তালিকা যদি দেখেন আমরা ভালো অবস্থানে আছি। খেলোয়াড়রা সবাই নিজ দায়িত্ব নিয়ে পারফরম্যান্স করছে। ইমন ওপেনিংয়ে ভালো করছে, মোসাদ্দেক অলরাউন্ডার পারফরম্যান্স করছে। টিম হিসেবে আমরা ভালো অবস্থানে আছি। শেষ ম্যাচে মুমিনুল হক ভালো ব্যাটিংয়ে করেছে।’
তবে নিজের ব্যাটিং নিয়ে তিনি বলেন,‘আমি নিজের ব্যাটিংয়ে নিয়ে আপাতত চিন্তা করছি না। দল হিসেবে আমরা ভালো করছি দল জিতছে।’