নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপ

তিলক ভার্মার সাথে হাস্যোজ্জ্বল জসপ্রিত বুমরাহ। যদিও এই ম্যাচে খেলছেন না ভারতীয় পেসার।

এশিয়া কাপ ক্রিকেটে নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারতীয় ক্রিকেট দল। ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছে। আর পাকিস্তানও ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে সুপার ফোরের এই ম্যাচটি কেবলই নিয়মরক্ষার।

ভারত দুবেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা একটু অবাক করার মতো, কারণ এই এশিয়া কাপে ব্যাটিং দিয়ে বিশ্বকে চমকে দিতে পারেননি তিনি। বুমরাহকে বাদ দেওয়া প্রত্যাশিতভাবেই। আর্শদীপ সিংকে দলে নেয়া হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা আরও ব্যাটিং-কেন্দ্রিক একজন অলরাউন্ডারকে দলে নিয়েছে, যদিও লিয়ানেজও কয়েক ওভার পেস বোলিংয়ে ভূমিকা রাখতে পারেন।

ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থ চামেরা, মাহিশ থিকশানা ও নুয়ান থুসারা।

Exit mobile version