শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে যেন পরিবর্তনের ঢেউ উঠেছে। পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। নাজমুল হাসানের পদত্যাগের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। বর্তমানে বিসিবির বেশির ভাগ পরিচালক আছেন আত্মগোপনে। বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিগুলোও আপাতত অকার্যকর।
এই পরিবর্তিত পরিস্থিতিতে বিপিএল নিয়ে এখন অনিশ্চয়তা প্রবল। তবে কোনোভাবেই হাল ছাড়তে চান ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতি জানালেন, পূর্ব নির্ধারিত তারিখ ২৭ ডিসেম্বর থেকেই তারা এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনে বদ্ধ পরিকর।
বৃহস্পতিবার বোর্ড মিটিং শেষে তিনি বলেন,‘বিপিএল দলগুলির সঙ্গেও কথা বলছি আমরা। আজকের বোর্ড সভার পর আমি আত্মবিশ্বাসী যে, যথাসময়ে আমরা বিপিএল শুরু করতে পারব। ২৭ ডিসেম্বর প্রথম ম্যাচ হওয়ার কথা। তার আগে সেপ্টেম্বরের মধ্যে ড্রাফট ও আর যা কিছু আছে, আমরা করে ফেলার চেষ্টা করব।’
এছাড়া তিনি বলেন,‘দু-একটি দল হয়তো দল গড়বে না। দল করবে কী করবে না, পুরোপুরি জানায়নি। তবে ধারণা করছি যে, তারা নাও দল গড়তে পারে। সেক্ষেত্রে দলগুলির সঙ্গে বসতে হবে। ৭টি দল ছিল। আমরা প্রথমে দলগুলি ঠিক করব, কোন ৭টি দল। আমি বলেছি, ব্যক্তিগতভাবে সব দলের মালিকের সাক্ষাৎকার নেব, যাতে কিছু ভালো লোককে আমরা পাই।’
