বিপিএলে নতুন খেলোয়াড়ের ঢেউ – নিলামে উত্তেজনার রঙ

বিপিএলে নতুন খেলোয়াড়ের ঢেউ

বিপিএল নিলামে চমক – নতুন ১৪ ক্রিকেটার তালিকাভুক্ত

বিপিএলের দ্বাদশ আসরের নিলামে নতুন ক্রিকেটারদের নাম তালিকায় উঠতেই শুরু হয়েছে উত্তেজনা। বিপিএলে নতুন খেলোয়াড়ের ঢেউ । নিলামের আগেই নতুন ১৪ জন খেলোয়াড়ের নাম যোগ করা হয়েছে তালিকায়। আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, জাতীয় দলের পেসার রুবেল হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, জুনিয়র আল-আমিন, নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদ মোট ১৪ জন নতুন ক্রিকেটারের নাম নতুন করে যুক্ত হয়েছে এবারের বিপিএলের নিলামে।

আগের কয়েকজন ক্রিকেটারের ফিক্সিং-সংশয় ও বাদ পড়ার কারণে এই নতুন যুক্তির প্রক্রিয়া করা হয়েছে। তবে অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি সমর্থক ও ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রশ্ন তুলেছে। বিশেষ করে এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের নাম না থাকা নিয়ে জোর আলোচনা চলছে।

শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু স্পষ্ট জানিয়েছেন,

বিসিবি নিয়মে অচল। সন্দেহ থাকলে কোনো ছাড় নেই। তালিকা ও সিদ্ধান্ত সব প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত।

আজ রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। নতুন ও অভিজ্ঞ ক্রিকেটারের মিশ্রণে দলগুলো কিভাবে স্কোয়াড সাজাবে, তা নিয়েই এখন সমর্থক এবং বিশ্লেষকদের কৌতূহল তুঙ্গে। নিলাম যেন শুধু দল নয়, সমগ্র বিপিএলকে নতুন রঙ ও উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে।

Exit mobile version