নিশাঙ্কার ব্যাটিংয়ে জয় শ্রীলঙ্কার

এশিয়া কাপ

সবার আগে এশিয়া কাপ মিশন শেষ করলো হংকং। গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ফলে শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে তাদের। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ডে খেলা অনেকটা নিশ্চিত করেছে। গতরাতে তারা জয় পেয়েছে ৪ উইকেটে। হংকংয়ের করা ১৪৯ রানের জবাবে শ্রীলঙ্কা ৭ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

নিজেদের শেষ ম্যাচে লড়াইটা দারুণ জমিয়ে তুলেছিল হংকং। দুই ওপেনার জিসান আলী ও আনশি রাথের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার নিজাকাত খানের চমৎকার ব্যাটিং শ্রীলঙ্কােকে লড়াকু ইনিংস এনে দিয়েছিল। কিন্তু শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কার দুর্ধর্ষ ব্যাটিং শ্রীলঙ্কাকে জয় এনে দেয়।

হংকং দুই ওপেনারের সুবাদে বিনা উইকেট ৪১ রান করেছিল। জিসান ২৩ রান করেছিলেন। আর আনশি রাথের সংগ্রহ ছিল ৪৮ রান। তবে নিজাকাত খান লঙ্কার বোলারদের বেশ কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিলেন। একের পর এক বল বাউন্ডারি সীমানার বাইরে পাঠিয়ে স্কোরবোর্ডে নিজের নামের পাশে ৫২ রান লিখিয়ে নেন। চারটি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।

জবাবে শুরু থেকেই হংকং বোলারদের ওপর চড়াও হয়েছিলেন পাথুম নিশাঙ্কা। আধা ডজন বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারিতে তার সাজানো ইনিংসটি ছিল ৬৮ রানের। ৪৪ বলে এই ইনিংসটি খেলেন তিনি। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটিং শ্রীলঙ্কাকে জয় এনে দেয়। এই ব্যাটারের ৯ বলে ২০ রান শ্রীলঙ্কার ব্যাটারদের মুখে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম দূর করেন। ৯ বলে দুটো বাউন্ডারির পাশাপাশি একটা ওভার বাউন্ডারিও মেরেছিলেন তিনি।

দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। আফগানিস্তান ও বাংলাদেশ উভয় দল দুই পয়েন্ট করে পেয়েছে। রান রেটে আফগানিস্তান এগিয়ে রয়েছে।

Exit mobile version