নিশ্চিত হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের সেমিফাইনাল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের জাতীয় পর্যায়ের সেমিফাইনাল নিশ্চিত করেছে গণি মডেল উচ্চ বিদ্যালয়, কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও কুমিল্লা হাই স্কুল।

জগন্নাথ হল মাঠে সকালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গণি মডেল উচ্চ বিদ্যালয়। আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান স্কোরবোর্ডে তোলে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে আব্দুল্লাহ। জবাবে ব্যাট করতে নেমে ১১৩ রানে অলআউট হওয়ায় ৮৭ রানের ব্যবধানে জয়লাভ করে গণি মডেল উচ্চ বিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে আগে ব্যাট করা কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ব্যাটিং বিপর্যয়ে ৩৮.৪ ওভারে ১৬০ রান করে অলআউট হয়। জবাবে দ্রুত উইকেট হারিয়ে দিশেহারা বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আহনাফের ৪৩ রান প্রতিরোধ গড়তে পারেনি। শেষ পর্যন্ত দুদলের ব্যাটে বলের তুমুল লড়াইয়ে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ ২৪ রানের জয় পায়। ব্যাট হাতে ৪০ রান আর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয় জয়ী দলের অধিনায়ক হৃদয়।

মিরপুরের সিটি ক্লাব মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়। ৪৯ ওভার খেলে ১৭৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বাধিক ৩৯ রান আসে প্রান্ত’র ব্যাট থেকে। রান তাড়া করতে নেমে মাশরাফির ৭৭ রানের দায়িত্বশীল ইনিংস সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছিনিয়ে আনে ৪ উইকেটের জয়।

প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর রানারআপ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ টসে জিতে বোলিং বেছে নিলেও তাদের বিপক্ষে পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেটে  ২০৮ রানের লড়াকু পুঁজি স্কোরবোর্ডে জমা করে কুমিল্লা হাই স্কুল। তানিম করেন সর্বোচ্চ ৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে প্রতিরোধ গড়া রেজওয়ানুলের তোলা ৬২ রানের বিপরীতে আবারও তানিমের দুর্দান্ত বোলিংয়ে নেওয়া ৩ উইকেট কুমিল্লা হাই স্কুলকে এনে দেয় ৬৭ রানের জয়।

আগামী ২৫ তারিখ মিরপুরের সিটি ক্লাব মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের দুটি সেমিফাইনাল।

Exit mobile version