অবশেষে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাকিব আল হাসান। ১৯ মার্চ মধ্যরাতে ইংল্যান্ড থেকে এলো সুখবর, আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া লিগে এখন আর বোলিং করতে কোনো বাধা নেই তার। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার ছায়ায় থাকা এই অলরাউন্ডার আবারও বল হাতে মাঠ কাঁপাতে পারবেন।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার ফলে নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।
প্রথমে ইংল্যান্ডের বার্মিংহাম এবং পরে ভারতের চেন্নাইয়ে দুই দফায় পরীক্ষায় ব্যর্থ হন সাকিব।
বিষয়টি সামনে আসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময়, যখন আম্পায়াররা তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
এরপর নিজেকে শোধরাতে কঠোর পরিশ্রম করেন সাকিব।
সারের কোচ গ্যারেথ ব্যাটির অধীনে নিবিড় অনুশীলন চালিয়ে যান তিনি। সেই পরিশ্রমের ফল মিলেছে এবার।
ইংল্যান্ডে থাকা বন্ধু খাদেমুল ইসলাম এবং দুবাই টি-টেন লিগের দল বাংলা টাইগার্স নিশ্চিত করেছে যে, নতুন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সাকিব।
এই সাফল্যের ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেটসহ যেকোনো প্রতিযোগিতায় পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে ফিরতে পারবেন সাকিব। তবে আইসিসির নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে আবারও বোলিং অ্যাকশন নিয়ে সমস্যা দেখা দিলে নতুন করে এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে তাকে।
সাকিবের প্রত্যাবর্তন তার ভক্তদের জন্য বিশাল এক স্বস্তির খবর। মাঠে তার উপস্থিতি মানেই প্রতিপক্ষের জন্য সতর্ক সংকেত। এবার দেখার পালা, নতুন উদ্যমে বল হাতে কতটা ঝলসে ওঠেন দেশসেরা এই ক্রিকেটার।