নিষ্প্রাণ ম্যাচে রঙ ছড়ালো ভারত

কানপুরে বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম চারদিনের দুই দিন বৃষ্টির কারণে ভেস্তে গেলেও ৫ম দিন ম্যাচের নিষ্পত্তি করার সব চেষ্টাই করে যাচ্ছে ভারত। চতুর্থ দিন শেষে ২৬ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে ৮ উইকেট। ম্যাচ বাঁচাতে বাংলাদেশের সামনে একটাই পথ খোলা আছে। ব্যাটাররা দায়ীত্ব নিয়ে ব্যাটিং করলেই কেবল সেটি সম্ভব হবে।

কানপুরের গ্রিন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের প্রথম দিন শেষে সংগ্রহ ছিলো ৩ উইকেটে ১০৭ রান। সাদমান ৭ ও মমিনুল হক শূন্য রানে অপরাজিত ছিলেন। এর পর বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন কোন বলই মাঠে গড়ায়নি।

এই অবস্থায় চতুর্থ দিনের খেলা শুরু হলে টেস্ট ব্যাটসম্যান হিসেবেখ্যাত মমিনুল হক একপ্রান্ত আগলে ব্যাটিং করে গেলেও অন্যপ্রান্তের ব্যাটাররা আসা-যাওয়ার মিছিয়ে ব্যস্ত ছিলেন। মমিনুল হকের অপরাজিত ১০৭ রানের পর বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে ‍অলআউট হয়ে যায়।

ভারতের সব বোলারই বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছেন। ৫০ রানে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ। দুটি করে উইকেট তুলে নিয়েছেন তিন বোলার মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দ্বীপ। অন্য উইকেটটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

Exit mobile version