পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেলেও অধিনায়ক হিসেবে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াতে পারেননি লিটন দাস। সেই ব্যর্থতার কারণে এশিয়া কাপের আগে তার ফর্ম নিয়ে ছিল শঙ্কা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ঝলক দেখিয়ে সেই উদ্বেগ কাটিয়েছেন তিনি। সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করে হয়েছেন সিরিজসেরা।
বৃষ্টির কারণে তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন,
“আমি দায়িত্বটা উপভোগ করি বলেই অধিনায়কত্ব নিয়েছি। সাম্প্রতিক সময়ে টানা বেশ কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমি নিজেও অবদান রাখছি, যা দলের জন্য গুরুত্বপূর্ণ। একজন নেতা পারফর্ম করতে না পারলে দল মানসিকভাবে আঘাত পায়।”
ব্যাট হাতে রান ফিরতে পেরে সন্তুষ্ট লিটন,
“আমাদের সবাই ভালো করছে, তবে আমার জন্যও চ্যালেঞ্জ ছিল যেন আমিও দলের সাফল্যে অবদান রাখতে পারি। সেই দিক থেকে আমি ভীষণ খুশি, দলের একজন সদস্য হিসেবে ইতিবাচক প্রভাব রাখতে পারছি।”
অধিনায়কত্ব পাওয়ার পর টানা তিন সিরিজ জিতেছেন লিটন। সিলেটে হ্যাটট্রিক পূর্ণ হওয়ায় ভেন্যুটির প্রশংসা করে তিনি বলেন,
“বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে সিলেট আর চট্টগ্রাম তুলনামূলকভাবে ব্যাটিংয়ের জন্য সহজ। আউটফিল্ডও দারুণ। অন্যদিকে মিরপুরে সবাইকেই সংগ্রাম করতে হয়—আমাদের স্থানীয় খেলোয়াড় থেকে শুরু করে বিদেশিরাও এখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। তাই স্বাভাবিকভাবেই সিলেট সব ব্যাটসম্যানের জন্য দারুণ জায়গা। এখানে খেলা সত্যিই উপভোগ করি। দর্শকরাও পরিবেশ দেখে আনন্দ পান।”
সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী লিটন দাস এখন এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আছেন।
