দল ঘোষণা হয়েছে আগেই। তবে ২৫ মে পর্যন্ত সে দলে পরিবর্তনের নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই ইনজুরির শিকার দুই ক্রিকেটারকে বাদ নিয়ে নতুন দুইজনের নাম প্রকাশ করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। এবারের আসরে ‘ডি-গ্রুপে’ বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
ইনজুরির কারণে বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে দল থেকে ছিটকে যাওয়া দুই ক্রিকেটার ফ্রেড ক্লাসেন ও ড্যানিয়েল ডোরাম এর জায়গায় নেয়া হয়েছে কাইল ক্লেইন ও সাকিব জুলফিকার। এদের মধ্যে কাইল ক্লেইন ট্রাভেল রিজার্ভ হিসেবে আগেই দলে ছিলেন। আর বিশ্বকাপ দলের ১৫ জনের দলে নতুন করে ঢুকলেন সাকিব জুলফিকার।
নতুন করে ডাক পাওয়া দুই ক্রিকেটারের মধ্যে ম্যাচ খেলার অভিজ্ঞতায় এগিয়ে সাকিব জুলফিকার। ২৭ বছর বয়সি এই লেগ স্পিনার ডাচদের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর ডানহাতি মিডিয়াম পেসার কাইল ক্লেইন খেলেছেন একটি মাত্র ম্যাচ।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাটিতে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সাথে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে নেদারল্যান্ডস। সিরিজের চতুর্থ ম্যাচে গতকাল স্কটল্যান্ডের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হেরেছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, কাইল ক্লেইন, সাকিব জুলফিকার, লোগান ভন ভিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরেন, সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট, তেজা নিদামানারু, টিম প্রিঙ্গলে, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।