ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ জমে উঠেছে। সিরিজ ঘিরে উত্তেজনার ব্যারোমিটারে পারদের উচ্চতা সর্বোচ্চ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ ম্যাচ শেষ অবশ্য ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে। শেষ ম্যাচে ভারত জয় পেলে ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ ড্র করে ফেরার কীর্তি গড়বে।
এ পর্যন্ত চার টেস্টের প্রতিটা ম্যাচেই ছিল উত্তেজনা। প্রতি ম্যাচই পাঁচদিনে গড়িয়েছে। সর্বশেষ ম্যাচে তো উত্তেজনা তুঙ্গে পৌঁছেছিল। ২০ দিনই খেলা মাঠে ছিল। ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ থাকায় পঞ্চম টেস্ট ঘিরে ম্যাচে উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। তবে এবার সেই উত্তেজনা ম্যাচের বাইরেও ছড়িয়ে পড়েছে।
গতকাল ভারতের অনুশীলন ছিল ওভালে। ম্যাচের দুইদিন আগে বাড়তি কিছু করার অনুপ্রেরণা ছিল ভারতীয়দের। অনুশীলন করতে গিয়ে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর খেলোয়াড়দের নিয়ে ঢুকে পড়েছিলেন প্লেয়িং এরিয়ায়। এটা পছন্দ হয়নি ওভালের কিউরেটর লি ফোর্টিসের। তিনি গম্ভীরকে ডেকে কিছু বলেছিলেন। কিন্তু কিউরেটরের কথা পছন্দ হয়নি গম্ভীরের। তিনি হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে রাগত ভঙ্গিতে কথা বলতে শুরু করেন। সংবাদমাধ্যমের ভাষায়, গম্ভীর বলেছিলেন, আমাদের কী করতে হবে সেটা তোমার বলার দারকার নেই।
তবে অন্য একটি সংবাদ মাধ্যম দিয়েছে ভিন্ন তথ্য। তারা জানিয়েছে, ব্যাটারদের অনুশীলন গম্ভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। সে সময় বারবারই গম্ভীরকে কিছু বলেছিলেন ফোর্টিস। ধারণা করা হচ্ছে গম্ভীর তিনি কোনো পরামর্শ দিয়েছিলেন। সেটি ভালোভাবে নেননি গম্ভীর। তিনি ক্ষিপ্ত হন। এদিকে গম্ভীরের এমন আচরণ ভালোভাবে নেননি ফোর্টিস। তিনি গম্ভীরের আচরণ নিয়ে লিখিত অভিযোগ দেওয়ার হুমকি দেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। গম্ভীর ফোর্টিসকে কড়া কথা শুনিয়ে দেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















