পন্টিংয়ের রেকর্ড ভাঙা রুটের সামনে এখন শচীন

ইংলিশ তারকা ব্যাটার জো রুট বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট করতে নেমে ইতিহাস গড়লেন। মাত্র ৩৪ রানের ইনিংস খেলেও টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। ইংল্যান্ডের ইতিহাসে তিনিই প্রথম ব্যাটার যিনি এই অর্জন গড়লেন, আর বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিলেন সেরা পাঁচ টেস্ট ব্যাটারের তালিকায়।

ট্রেন্ট ব্রিজে আয়োজিত এই টেস্টে প্রথম দিনেই ইংল্যান্ডের তিন ব্যাটার—ক্রলি (১২৪), ডাকেট (১৪০) ও পোপ (১৬৯*) দুর্দান্ত পারফর্মেন্স করেন। এই দাপুটে ব্যাটিংয়ের মাঝেই রুট ৪৪ বলের ইনিংসে গড়ে ফেলেন ১৩ হাজার রান। এটি ছিল তাঁর ১৫৩তম টেস্ট, যা তাকে এনে দিয়েছে দ্রাবিড়, ক্যালিস, পন্টিং ও শচিনের চেয়েও দ্রুততম ১৩ হাজারে পৌঁছানোর গৌরব।

শচিন টেন্ডুলকার এই মাইলফলক স্পর্শ করেছিলেন ১৬৩ ম্যাচে, দ্রাবিড় ১৬০, পন্টিং ১৬২ এবং ক্যালিস ১৫৯ ম্যাচে। রুট তাদের পেছনে ফেলেছেন সময় ও ধারাবাহিকতায়।

বর্তমানে রুটের টেস্ট রান ১৩,০০৬। দ্রাবিড়কে টপকাতে দরকার আর মাত্র ২৮২ রান, পন্টিংয়ের চেয়ে পিছিয়ে আছেন ৩৭৩ রানে, আর ক্যালিসের রেকর্ড ছাড়াতে প্রয়োজন ২৮৩ রান। তবে সবচেয়ে বড় লক্ষ্য নিশ্চয়ই শচিনের ১৫,৯২১ রানের রেকর্ড।

রুটের বয়স এখন ৩৪। যদি আগামী তিন থেকে চার বছর ভালো ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে ক্রিকেটবিশ্ব হয়তো নতুন রান-রাজা পেতে চলেছে।

Exit mobile version