পন্থের ইনজুরি সত্ত্বেও এগিয়ে চলেছে ভারত

ম্যানচেস্টার টেস্ট

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন উভয় দলের। ভারত বা ইংল্যান্ড কেউ একক আধিপত্য বিস্তার করতে পারেনি। প্রথম দিন শেষে ভারত ৪ উইকেট হারিয়েছে। স্কোরবোর্ডে জড় করেছে ২৬৪ রান। তারপরও দুশ্চিন্তার শেষ নেই ভারতের। কারণ ঋষভ পন্তের ইনজুরি।

লর্ডস টেস্টে উইকেট কিপিং করতে গিয়ে বাম হাতের আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন পন্ত। এবার ইনজুরি পায়ে। ব্যাটিংয়ের সময় পায়ে আঘাত পেয়েছেন। এ টেস্টে তার আর খেলা হবে কিনা তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে।

রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়ার আগে দারুণ ছন্দে ছিলেন। উপভোগ্য ব্যাটিং করছিলেন। ৪৮ বলে ৩৭ রান করেন তিনি। এর আগে ভারতের শুরুটা ছিল দারুণ ঈর্ষনীয়। ইংল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যজস্বী জয়সওয়াল। ৯৪ রানের জুটি তাদের। জয়সওয়াল ৫৮ রান করেছেন। আর রাহুলের সংগ্রহ ৪৬। দুইজনে প্রায় সমসংখ্যক বল মোকাবেলা করেছেন। তবে জয়সওয়াল তার রান সংগ্রহে বাউন্ডারির ওপর আস্থা রেখেছিলেন। আর রাহুল সিঙ্গেলসের ওপর। জয়সওয়াল ১০টি বাউন্ডারি মেরেছেন, আর রাহুলের বাউন্ডারির সংখ্যা চারটি।

তবে দারুণ এক ইনিংস উপহার দিয়েছেন সাই সুদর্শন। ৬১ রান করেছেন তিনি। অধিনায়ক গিল এবার সুবিদা করতে পারেননি। ১২ রানে শেষ হয় তার ইনিংসটি। তবে রবীন্দ জাদেজা ও শার্দুল ঠাকুর দলকে টেনে নিয়ে যাচ্ছেন। উভয়ে ১৯ রানে অপরাজিত।

বেন স্টোকস সফল বোলার। জোড়া উইকেট তার সংগ্রহে। ক্রিস ওকস ও লিয়াম ডসন একটি করে উইকেট নিয়েছেন।

Exit mobile version