সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। অবশ্য সিডনি টেস্টে কোনো দল বা ব্যাটার মোটেও সুবিধা করতে পারছে না। বোলারদের দাপটে ব্যাটার নাজুক অবস্থা। প্রথম ইনিংসে ১৮৫ রান করা ভারত দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৮১ রানে অল আউট হয়।
প্রথম ইনিংসে ৪ রানে এগিয়ে থাকায় ভারত দ্বিতীয় দিন শেষে ১৪৫ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। তারা যথাক্রমে ৮ ও ৬ রানে অপরাজিত।
সতীর্থদের ব্যর্থতার মাঝে কিছুটা সফল ছিলেন অধিনায়ক ঋষভ পন্থ। ৬১ রানে আউট হয়েছেন তিনি। এর আগে জয়সাল (২২), লোকেশ রাহুল (১৩), শুভমান গিল (১৩), বিরাট কোহলি (৬) আউট হন। দিনের সর্বশেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন নিতিশ কুমার রেড্ডি। ৪ রান সংগ্রহ তার।
স্কট বোল্যান্ড একাই ধ্বসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইন। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা বোল্যান্ড এ ইনিংসে এরই মধ্যে চার উইকেট পেয়েছেন। ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৮। ব্যক্তিগত সংগ্রহশালা আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে এ অজি বোলারের।
ঋষভ পন্থ বিধ্বংসী ব্যাটিং করেছেন। ৩৩ বলে ৬১ রান করা পন্থ মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন। টেস্ট ক্রিকেটে যে কোনো ভারতীয় ব্যাটারের দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি এটি। দ্রুততম হাফ সেঞ্চুরিয়ানও তিনি। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।
