পলাশকে বিয়ে করছে না মান্ধানা । জল্পনার অবসান সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিলেন স্মৃতি মান্ধানা। ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক জানিয়ে দিয়েছেন, দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করছেন না। আজ রোববার ৭ ডিসেম্বর সকালেই সেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মান্ধানা।

বেশ কিছু দিন ধরেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। বিয়ের দিন দুপুরে মান্ধানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের অনুষ্ঠান সাময়িক ভাবে স্থগিত বলে জানানো হয়েছিল প্রাথমিক ভাবে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে গেল সেই বিয়ে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতি মান্ধানা লিখেছেন,
গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও লিখেছেন,
আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।
গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল মান্ধানা-পলাশের। কিন্তু মান্ধানার বাড়ি সাঙ্গলী গিয়ে ফের ফিরে যেতে হয় পাত্রপক্ষকে। জানা যায়, মান্ধানার বাবা নাকি অসুস্থ হয়ে পড়েন আচমকা। তাই বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় পরিবার। যদিও মাঝে জল অনেক দূর গড়ায়। মন্ধানার হবু স্বামী পলাশকে নিয়ে একাধিক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার খবর আসতে থাকে। শোনা যায়, স্মৃতির ভাই ও তাঁর সতীর্থেরা পর্যন্ত পলাশকে তাঁদের সমাজমাধ্যম থেকে সরিয়ে দেন। যুগলের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার খবরও ছড়ায়।
এরই মধ্যে একটি পোস্ট ভাইরাল হয় সমাজমাধ্যমে। সেখানে বলা হয়েছিল, ৭ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মন্ধানা এবং পলাশ। এমনকি, পলাশের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা, এমন দাবিও করা হয়। যদিও এই প্রসঙ্গে মান্ধানার ভাই শ্রবণ মান্ধানা বলেছিলেন, ‘বিয়ের তারিখ নিয়ে কোনও তথ্য আমি জানি না। বিয়ে আপাতত স্থগিত রয়েছে বলেই জানি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















