দিনের শুরুতে টস জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাচের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের বলে ব্যক্তিগত চার রানে সাজঘরে ফিরেন ওপেনার শুবমান গিল। ৩১ বলে ৪৭ রান করে ম্যাক্সওয়েলের বলে আউট হন আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করেছে ভারত।
শ্রেয়াস আইয়ার ২ বলে ৪* রান এবং বিরাট কোহলি ২০ বলে ২৩* রান করে অপরাজিত আছেন।