তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৩৫ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ছয় ওভার শেষে ৪২ রান করেছে বাংলাদেশ।
ওপেনার রনি তালুকদার ৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। লিটনের সাথে তাঁর জুটি ভাঙে দলীয় ১৩ রানেই। নিউজিল্যান্ডের হয়ে প্রথম উইকেটটি তুলে নেন অ্যাডাম মিলনে।
আরেক ওপেনার লিটন দাসকে নিয়ে শুরুটা ভালোই করেছেন শান্ত। এই দুইজনের জুটি ভাঙে দলীয় ৩৮ রানে। ফেরার আগে ১৪ বলে ১৯ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। পেসার জিমি নিশামের বলে উইকেট হারান টাইগার দলপতি।
লিটন দাস ১১ বলে ৯* ও সৌম্য সরকার ৪ বলে ২* রান করে অপরাজিত আছেন।