পাকিস্তানকে তুলোধোনা, বাংলাদেশকেও আবার অপমান করলেন অশ্বিন!

অশ্বিন

অশ্বিন

হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ শেষে পাকিস্তানের পারফরম্যান্সে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, বর্তমান ভারত দলের সঙ্গে পাকিস্তানের তুলনা করাটাই অন্যায্য। বরং আয়োজকদের উচিত ভারত–শ্রীলঙ্কার মধ্যে বেশি ম্যাচ রাখা।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “আয়োজকদের উচিত পরেরবার ভারত ও শ্রীলঙ্কার তিনটি ম্যাচ রাখা। আমি মনে করি, ভারত-শ্রীলঙ্কা ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”

পাকিস্তানের প্রতি সহানুভূতিও প্রকাশ করেন তিনি। বলেন, “পাকিস্তান দলের জন্য খুব খারাপ লাগছে। রাজনৈতিক প্রসঙ্গ বাদ দিলাম। সাইম আইয়ুব ছাড়া তেমন কারও যোগ্যতা আছে বলে মনে হয় না। ব্যবহারিক, প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে ভারত আলাদা স্তরে রয়েছে।”

এ সময় বাংলাদেশকে উদাহরণ টেনে পাকিস্তানের বাজে পারফরম্যান্সকে খোঁচা দেন অশ্বিন। তিনি বলেন, “১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে পাকিস্তান ৭৫ রান করলে ১৫০–১৬৫ রান করতেই পারত। শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচটাই দেখুন না। এমনকি বাংলাদেশও ১৪০ রান করেছিল। জাকের–শামীমের জুটিতে ম্যাচে ফিরেছিল। কিন্তু পাকিস্তান খুবই খারাপ খেলেছে।”

Exit mobile version