ভারত ও পাকিস্তান। খেলার মাঠ আর মাঠের বাইরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। রাজনৈতিক বৈরতায় বড় টুর্নামেন্ট ছাড়া এই দুই দলের দেখাই হয় না। তবে যখন তাঁরা মুখোমুখি হয় তখন তাঁদের নিয়ে মাতে পুরো বিশ্ব। এবার নিজেদের প্রতিদ্বন্দ্বী দলের ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
আজ (সোমবার) রোহিতের মন্তব্যের ওপর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ। সেখানে তিনি পাকিস্তানকে একটি ভালো দল বলে মন্তব্য করেন। রোহিত বলেন, ‘আমি জানি না ভারত-পাকিস্তান ক্রিকেটের অবস্থা কী, আমি এটাই বলব যে- আমাকে ক্রিকেট খেলতে হবে। কারণ আমি একজন ক্রিকেটার। ‘
রোহিত আরো বলেন, ‘পাকিস্তানের তরুণ পেসাররা খুব শক্তিশালী, পাকিস্তানের ব্যাটিংও খুব ভালো। আমি মনে করি সামগ্রিকভাবে পাকিস্তান একটি ভালো দল। ‘
পাকিস্তানি ভক্তদেরকে পছন্দ করেন বলেও জানান রোহিত। তিনি জানান, ‘পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচ- এটি ভিন্নরকম। লোকেরা এই দুই দলের খেলা দেখতে চায়। আমি পাকিস্তানি ভক্তদের কাছ থেকে বার্তা পাই, যা আমার খুব ভালো লাগে। আমি পাকিস্তানি ভক্তদের খুব পছন্দ করি। ‘