চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। গতকাল দুবাইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় শক্তিশালী ভারত। এ নিয়ে চলতি এশিয়া কাপে আট দিনের মাথায় দুইবার পাকিস্তানকে হারাল তারা। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল।
চ্যালেঞ্জিং ১৭২ রানের টর্গেটে ব্যাটিংয়ে নেসে প্রথম বলেই অভিষেকের ছক্কায় ভারতের শুরু হয়। ভারতের কোনো ব্যাটসম্যান এ নিয়ে পঞ্চমবারের মতো ইনিংসের প্রথম বলেই ছক্কা মারলেন। ঝড়ো শুরুতে ৩ ওভারে ৩১ তোলে ভারত। এরপর আফ্রিদির বলে ক্যাচ মিসে নতুন জীবন পেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেন অভিষেক। তখন চড়াও হন গিলও। সাইম আইয়ুবের করা আগের ওভারে দুই চার মারা গিল এই ওভারেও মারলেন দুটি চার। পাওয়ার প্লেতে ভারত বিনা উইকেটে ৬৯ তোলে। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক শর্মা। ৮ ওভার শেষে ভারত করে বিনা উইকেটে ৯৬ রান।
অবশেষে ভাঙে ভারতের উদ্বোধনী জুটি। ১০ম ওভারে প্রথম বোলিং করা ফাহিম আশরাফ পঞ্চম বলে উড়িয়ে দেন শুবমান গিলেন অফ স্টাম্প। ১০৫ রানে প্রথম উইকেট হারাল ভারত। গিল ফেরেন ২৮ বলে ৪৭ রান করে। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে হারিস রউফের বলে শূন্য আবরার হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় সূর্যকুমার। ১১ ওভারে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০৬। ১৩তম ওভারে বোলিংয়ে এসে আবরার আহমেদ বিদায় করেন ভয়ঙ্কর অভিষেক শর্মাকে।
দলীয় ১২৩ রানের মাথায় ৩৯ বলে ছয় বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৭৪ রান করে বিদায় নেন এই ওপেনার। এরপ তিলক বর্মা ও সঞ্জু স্যামন ভারতকে এগিয়ে নেন। সতর্ক শুরুর পরও দলীয় ১৪৮ রানের মাথায় হারিসের বলে ১৩ রান করে বোল্ড স্যামন। এরপর তিলক বর্মা ১৯ বলে অপরাজিত ৩০ ও হার্দিক পান্ডিয়া ৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। পাকিস্তারে পক্ষে হারিস ৪ ওভারে ২৬ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন।
এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে পাকিস্তান। অভিজ্ঞ ফখর জামান শুরতেই যশপ্রীত বুমার ওপর চড়াও হন। টানা দুই চারে প্রথম ওভারেই তোলেন ফখর ১১ রান। কিন্তু এরপরই ফখরকে বিতর্কিত আউট দেন। তৃতীয় ওভারে দলীয় ২১ রানের মাথায় ৯ বলে ১৫ রানে ফিরতে হয় ফখরকে।
আর এক ওপেনার ফারহানের ঝড়ো ইনিংসে ৫ ওভারে এক উইকেটে তোলে ৪২ রান। এরপর সাইম আইয়ুবকে নিয়ে পাওয়ারপ্লে শেষে পাকিস্তান তোলে ৫৫। ১০ ওভারে এক উইকেটে ৯১ রান তোলে পাকিস্তান। অবশেষে ভাঙে জুটি! দলীয় ৯৬ রানের মাথায় বিদায় নেন আইয়ুব। খণ্ডকালীন বোলার শিবম দুবের বলে বিদায় নেন আইয়ুব। দুটি ক্যাচ মিসের পর মুঠোবন্দী করতে পারলেন অভিষেক। ১৭ বলে ২১ রান করেন তিনি।
এরপর মোমেন্টাম হারিয়ে ফেলে পাকিস্তান। পরের ৭ ওভারে মাত্র ৩৮ রান তোলে পাকিস্তান। তার মাঝেই দলীয় ১১৫ রানে মাথায় শিবম দুবের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন। ওপেনার ফারহান। ৪৫ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৮ রান করেন তিনি। ১৪.১ ওভারে পাকিস্তানের সংগ্রহ তখন চার উইকেটে ১১৫।
মোহাম্মদ নেওয়াজ ও অধিনায়ক সালমান আলী ১৮তম ওভারে ১৭ রান তোলে তারা। পরের ওভারেই বিদায় নেন নেওয়াজ। শিবম দুবের বলে ১৯ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করে রানআউট হন। শেষ দিকে ফাহিম আশরাফকে নিয়ে রান দ্রত রান তোলার চেষ্টা করেন আগা। সালমান ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফ ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে শিবম দুবে ৪ ওভারে ৩৩ রানে নেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ২০ ওভারে ১৭১/৫
ভারত ১৮.৫ ওভারে ১৭৪/৪
ভারত ৬ উইকেটে জয়ী
