চলছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। নিজের প্রিয় দল জিতবে কি জিতবে না, বিশ্বকাপ আসলে এই নিয়ে শুরু হয় উন্মাদনা। সব দলই তাদের সেরাটা দিয়ে নিজেদের মেলে ধরতে চায় দর্শকদের সামনে। নিজেদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েই প্রতিপক্ষের বিপক্ষে রণকৌশল সাজায়। সে লড়াইয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। একযুগ পরে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও পাকিস্তানের বিপক্ষে জয় পেতে পারে নেদারল্যান্ডস এমনটাই মনে করছেন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার নাসের হুসেইন।
ক্রিকেট বোদ্ধাদের মতে, পাকিস্তান এই টুর্নামেন্টের ভালো দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে পাকিস্তানের চরিত্র বলছে ম্যাচটি তারা জিততেও পারে আবার হারতেও পারে। গেলো বছর টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের ফাইনাল খেলাকেই বিস্ময় বলছেন নাসের হুসেইন।
তবে পাকিস্তানের প্রশংসা করতেও একটু পিছপা হননি নাসের হুসেইন। তিনি বলেন, ভারতের পিচের যে কন্ডিশন সেখানে পাকিস্তান তাদের প্রত্যাশিত রান পেয়ে গেলে তাদের হারানো যে কোন দলের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় শক্তির বিচারে পিছিয়ে থাকা আনপ্রেডিক্টেবল ডাচরা। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ডের মতো দলের বাঁধা এড়িয়েই যে তারা এবার বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস। শক্তির বিচারে বিশ্বকাপের সবচেয়ে দুর্বল দল হলেও তারা যে অঘটন ঘটাতে পারে সে বিষয়টি কম বেশি সবাই জানে, মানে।