পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। চীনের হাংঝুতে অনুষ্ঠিত স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ ৬ উইকেটে হারায় পাকিস্তানকে। বৃষ্টি বিঘ্নিত খেলায় পাকিস্তান ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে। ডাকওয়ার্থ এন্ড লুইস, ডিএল মেথডে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ছিল ৬৫ রান। ৫ম ওভারের শেষ বলে চার মেরে বাংলাদেশকে চার উইকেটে জয় এনে দেন রাকিবুল হাসান।
বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল। দ্বিতীয়বার বৃষ্টি হওায় পাকিস্তানের ইনিংস ৫ ওভারে নির্ধারিত হয়েছিল। তারা ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে। অন্যদিকে বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৫ রান।
আরশাদ ইকবাল প্রথম ওভারেই দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। কিন্তু আফিফ হোসেন ও ইয়াসির আলীর ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। আফিফ ১১ বলে ২০ রান করেন, ইয়াসিরের সংগ্রহ ছিল ৩৮। মাত্র ১৬ বলে এই রান করেন তিনি।
ইয়াসির দলকে জয়ের বন্দরে প্রায় পৌঁছে দিয়েছিলেন। কিন্তু তার আউট আবার বাংলাদেশকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দেয়। শেষ বলে ৪ রান দরকার হয় বাংলাদেশের। নতুন ব্যাটার রাকিবুল হাসান ঠিকই সেই লক্ষ্যটা পূরণ করেন। সুফিয়ান মুকিমের করা শেষ বলটিকে তিনি বাউন্ডারি পার করিয়ে দলকে জয় এনে দেন। মূলত মুকিমের করা শেষ ওভারটি বাংলাদেশের জয়ে সহায়তা করেছে। পাকিস্তানের এই বোলারের শেষ ওভার থেকে বাংলাদেশ ২০ রান নিয়েছে। তার এই ওভার বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেয়, আর পাকিস্তান নিশ্চিত ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত করে।
