লম্বা সময় পর খেলতে নেমেই নায়ক প্যাট কামিন্স। ম্যাচ সেরা হতে পারেননি তবে পাকিস্তানের নিশ্চিত জয় কেড়ে নিয়েছেন তিনি। তার ব্যাটে ভর করে সোমবার শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। মেলবোর্নে অনুষ্ঠিত প্রথম ম্যাচে স্বাগতিক দল ২ উইকেটে জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ৪৪.৬ ওভারে পাকিস্তান ২০৩ রান করেছিল। জবাবে অস্ট্রেলিয়া ৩৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
টি-টোয়েন্টির রমরমা সময়ে ওয়ানডে ক্রিকেটে ২০৩ রান মোটেও নির্ভরযোগ্য কিছু নয়। শুরুতে ছোট্ট একটা ধাক্কা হজম করলেও ভালোভাবেই নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে চলেছিল অস্ট্রেলিয়া। দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১১৩ রান সংগ্রহ করেছিল। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট বদলে দেন হারিস রউফ। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে স্কোরবোর্ডের চেহারা পরিবর্তন করে দেন। ৬ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান।
ক্রমে দূরে সরে যাওয়া ম্যাচে পাকিস্তান আধিপত্য পায়। কিন্তু দীর্ঘদিন পর ফিরে আসা প্যাট কামিন্স দায়িত্বশীল ব্যাটিং করে সব আশঙ্কা দূর করে দেন। ৩১ বলে অপরাজিত ৩২ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
এর আগে টস জিতে বল হাতে নিয়ে পাকিস্তানের ওপর আগ্রাসী আক্রমণ চালায় অস্ট্রেলিয়ার বোলাররা। তবে শুরুতে সাবেক অধিনায়ক বাবর আজম (৩৭) বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ৪৪ রানে কিছুটা প্রতিরোধ গড়লেও তাদের ইনিংস দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। ১১৭ রানে ৬ উইকেট হারিয় বসেছিল সফরকারীরা। শেষ দিকে নাসিম শাহের ৩৯ বলে ৪০ রান এবং শাহিন শাহ আফ্রিদির ১৯ বলে ২৪ রানের সুবাদে তারা দুইশ রানের দেখা পায়।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মোট আট বোলার ব্যবহার করেছেন। সফল ছিলেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। তারা যথাক্রমে তিন ও দুই উইকেট পান।
