এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবীদার ধরা হচ্ছে ২০০৯ আসরের চ্যাম্পিয়ন পাকিস্তানকে। সেই দলটাকেই কিনা তাদের প্রথম ম্যাচে ১৫৯ রানে আটকে দিলো বিশ্বকাপের নবাগত দল যুক্তরাষ্ট্র।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে তিন উইকেট হারােনো পাকিস্তানকে ভরসা দেন অধিনায়ক বাবর আজম ও শাদাব খান। এছাড়া ইফতিখার আহমেদের পর ১৬ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন শাহিন শাহ আফ্রিদি।
বাবর ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ ও শাদাব খান দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। শাহিন আফ্রিদির অপরাজিত ২৩ রান ছিলো এক বাউন্ডারির বিপরীতে দু’টি ছক্কার মার। ১৪ বল খেলা ইফতিখারের ব্যাটে আসে ১৮ রান।
যুক্তরাষ্ট্রের পক্ষে চার ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট তুলে নেন নশতুষ কেনজিগে। এছাড়া ১৮ রানে দুই উইকেট তুলে নিয়েছেন সৌরভ নরেশ নেত্রভালকর।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















