পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে সফরকারীরা। বল হাতে পাকিস্তানকে ২৭৪ রানে গুড়িয়ে নিয়ে দিনের খেলা শেষে নিজেদের ইনিংসে বিনা উইকেটে ১০ রান করেছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় গতকাল খেলা শুরু হয় সকাল ১০টা ৪৫ মিনিটে। বৃষ্টি ভেজা মাঠে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল বাংলাদেশ। এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই সাফল্য পান তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে দারুণ ডেলিভারিতে তিনি ফেরত পাঠালেন আব্দুল্লাহ শাফিককে।

এরপর ভয়ঙ্কর হয়ে উঠেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিং করে ২২.১ ওভারে ৬১ রানে একাই ৫ উইকেট তুলে নেন মিরাজ। তাসকিন নেন তিনটি উইকেট। এছাড়া সাকিব ও রান নেন একটি করে উইকেট। পাকিস্তান ৮৫.১ ওভারে ২৭৪ রানে গুটিয়ে গেলে শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

এরপর কোন উইকেট না হারিয়ে ১০ রান তুলে দিনের খেলা শেষ করেছে। সাদমান ৬ ও জাকের শুন্য রানে অপরাজিত আছেন।

Exit mobile version