পাকিস্তানকে ৩৪৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ৮ম ম্যাচে হায়দারাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লংকানদের হয়ে কুশাল মেন্ডিস ৭৭ বলে ১২২ রান এবং সাদিরা সামারাবিক্রমা ৮৯ বলে ১০৮ রান করেন। এর আগে ৬৫ বলে নিজের শতক পূরণ করেন ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা কুশাল মেন্ডিস। বিশ্বকাপ ইতিহাসে লংকানদের হয়ে এটিই দ্রুততম সেঞ্চুরি। পাকিস্তানের জার্সিতে হাসান আলী সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন।

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এর আগে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানের বড় ব্যবধানে হেরেছিলো শ্রীলঙ্কা। অন্যদিকে এই হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিলো পাকিস্তান।

Exit mobile version