মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে উনিশ ওভার তিন বলে অলআউট হওয়ার আগে ১১০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩ উইকেটে ১১২ রান তুলে নেয় বাংলাদেশ। ২৭ বল ও সাত উইকেট হাতে রেখে এই জয় বাংলাদেশকে সিরিজে এনে দিয়েছে এক শূন্য ব্যবধানের লিড।
শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দারুণ আত্মবিশ্বাসী লিটন দাসের দল।
বল হাতে এদিন বাংলাদেশ দলকে দারুন সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদও। কম যাননি মুস্তাফিজুর রহমানও। তাসকিন আহমেদ তিন ওভার তিন বলে বাইশ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। তবে মুস্তাফিজুর রহমান চার ওপরে ছয় রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব। পাকিস্তানের তিনজন ব্যাটসম্যান এদিন রান আউটের শিকার হয়েছেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন ওপেনার ফখর জামান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন আব্বাস আফ্রিদি এছাড়া ১৭ রান এসেছে খুশির শাহ এর ব্যাট থেকে। এই তিনজন ছাড়া পাকিস্তানের আর কোন ব্যাটারই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
জবাবে দলীয় ৭ রানে দুই উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস ফিরে গেছেন এক রান করে। সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়ের ৭৯ রানের জুটি বাংলাদেশের জয়টাকে সহজ করে দেয়। হৃদয় ৩৬ রান করে ফিরে গেলেও ৫৬ রানে অপরাজিতা ছিলেন ইমন। জাকির আলী অনিক ১০ বলে তিন বাউন্ডারি থেকে তুলে নিয়েছেন ১৫ রান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















