পাকিস্তানি ক্রিকেটারদের উদযাপন নিয়ে আইসিসিতে অভিযোগ ভারতের!

পাকিস্তানের বিতর্কিত সেলিব্রেশন

এবারের এশিয়া কাপেভারত–পাকিস্তান ম্যাচ মাঠের ভেতরের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের বিতর্কই যেন বেশি আলোচনায়। সুপার ফোরে ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানি তারকা হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের কিছু অঙ্গভঙ্গি নিয়ে ক্ষুব্ধ হয়েছে ভারতীয় সমর্থকরা। সেখান থেকেই সরাসরি অভিযোগ পৌঁছে গেছে আইসিসির টেবিলে।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুধবার ই-মেইলের মাধ্যমে রউফ ও ফারহানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিসিসিআই। যদি পাকিস্তানি এই দুই ক্রিকেটার লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে আইসিসির শুনানির মুখোমুখি হতে হবে তাঁদের। সেই শুনানি পরিচালনার দায়িত্ব পেতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। চলতি আসরে এর আগে রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়েও আপত্তি তুলেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এর আগে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়েও নালিশ করেছে পিসিবি। পাকিস্তানের বিপক্ষে জয় শেষে তিনি বলেছিলেন, ‘এই জয় আমাদের সেনাবাহিনীকে উৎসর্গ করছি। তাঁদের সাহস অতুলনীয়। আশা করি, ভবিষ্যতেও তাঁরা আমাদের অনুপ্রাণিত করবেন।’ পাশাপাশি গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে জয় শেষে প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায়নি তাঁকে। পিসিবির মতে, এসবই রাজনৈতিক বার্তা বহন করছে।

সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচেই মূলত জন্ম নেয় বিতর্ক। বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় ভারতীয় দর্শকেরা বারবার ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দিচ্ছিলেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রউফের দুই বলে বিরাট কোহলির পরপর দুই ছক্কা মারা সেই স্মৃতি উসকে দেন তাঁরা। উত্তরে হাতের ইশারায় ‘আকাশে উড়ন্ত বিমান ভেঙে পড়ছে’—এমন ভঙ্গি দেখান রউফ। পরে সঞ্জু স্যামসনকে আউট করার পরও একই ভঙ্গিতে উদযাপন করেন তিনি।

অন্যদিকে, ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করার পর শাহিবজাদা ফারহান ব্যাটের হাতল কাঁধে রেখে উদযাপন করেন, যা দেখতে অনেকটা ‘বন্দুক চালানো’র মতো। আন্তর্জাতিক খেলাধুলায় আগে থেকেই পরিচিত এই ভঙ্গি—‘একে৪৭ সেলিব্রেশন’। ম্যাচ শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে ফারহান বলেন, ‘ওই মুহূর্তে মাথায় এসেছিল, তাই করেছি। সাধারণত আমি হাফসেঞ্চুরি উদযাপন করি না। কিন্তু এবার করতে ইচ্ছে হলো। কেউ কীভাবে নিল, সেটা আমার মাথাব্যথা নয়।’

Exit mobile version