প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সংখ্যা আট। রবিন লিগ শেষে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। অন্য চার দলের এবারের নারী বিশ্বকাপ ক্রিকেটে মিশন শেষ হয়ে যাবে।
পয়েন্ট টেবিলে অবস্থানের বিচারে বিদায়ের পথে পাকিস্তান নারী ক্রিকেট দল। দুই ম্যাচ থেকে তাদের ভান্ডারে এখনো কোনো পয়েন্ট জমা হয়নি। আজ তৃতীয় ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আজ ম্যাচ জিততে ব্যর্থ হলে কার্যত পাকিস্তানের শেষ চারের খেলার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে।
অতীত জানাচ্ছে, আজকের ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা তেমন একটা নেই। নারী ক্রিকেটের কোনো ফরম্যাটেই এ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনো জিততে পারেনি পাকিস্তান। ফলে ভারত ও ও বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচে হারা পাকিস্তান আজ তাদের ভাগ্য বদলাতে পারবে এমন কোনো নিশ্চয়তা নেই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এ পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। কিন্তু এখন পর্যন্ত একটা ম্যাচেও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। ২০১৪ সালে তারা দুটো ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছিল। সে দুই ম্যাচের একটিতে ৩৭ রানে ও অন্যটিতে ৪ উইকেটে হেরেছিল।
অষ্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান সর্বশেষ ম্যাচ খেলেছে ২০২৩ সালে। তিন ম্যাচেই হেরেছে এশিয়ার দলটি। তিন ম্যাচে যথাক্রমে ৮ উইকেট, ১০ উইকেট এবং ১০১ রানে হেরেছিল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















