চ্যাম্পিয়ন্স ট্রফির আকর্ষণ পুরোপুরি থাকবে কি থাকবে না তা আজ অনেকটাই পরিস্কার হয়ে যাবে। ট্রফির গুরুত্বপূর্ণ এক ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত ও পাকিস্তান। বিকাল তিনটায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচে জয় পেয়ে ভারত সেমিফাইনালে যাওয়ার পথে অনেকটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন। ঠিক বিপরীত অবস্থায় পাকিস্তান। প্রথম ম্যাচে হেরে ছুরির ফলায় দাঁড়িয়ে মোহাম্মদ রিজওয়ানের দল। একটু এদিক ওদিক হলেই স্বাগতিক হয়ে তাদের এই টুর্নামেন্টে দর্শক হয়ে থাকতে হবে।
টুর্নামেন্টে পাকিস্তান যদি কোনো অঘটন জম্ম দিতে চায় তাহলে আজই সেই দিন। আজই পাকিস্তানকে অলৌকিক ঘটনার জম্ম দিতে হবে। ২৯ বছরে প্রথম কোনো টুর্নামেন্টের আয়োজক হওয়ার বিষয়টি স্মরণীয় করে রাখতে পাকিস্তানের সামনে জয়ের বিকল্প নেই।
আয়োজক হয়েও পাকিস্তানকে আজকের ম্যাচ দুবাইয়ে খেলতে হচ্ছে। ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় নিরপেক্ষ ভেনু্যতে ভারতের ম্যাচগুলো খেলার ব্যবস্থা করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দুর্ভোগের শেষ নেই। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাদের খেলোয়াড়দের ওপর ইনজুরি থাবা বসিয়েছে। টুর্নামেন্ট শুরু হতে না হতেই ইনজুরি আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে গেছেন ওপেনার ফখর জামান। তার পরিবর্তে ইমাম উল হক দলের ব্যাটিংয়ের সূচনা করবেন।
দুই দলের বর্তমান অবস্থায় পরিস্কারভাবে এগিয়ে ভারত। তাছাড়া পরিসংখ্যানও সে কথা বলছৈ। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ মিলে গত ১১ লড়াইয়ে ৯ ম্যাচ জিতেছে ভারত। তবে শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচের তিনটিতে জয় পাকিস্তানের।