আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানিস্তান। উরগুন জেলায় সীমান্তবর্তী হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত এই টি-টোয়েন্টি সিরিজটি গত মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছিল। ১৭ থেকে ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ও লাহোরে সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক পোস্টে এসিবি জানায়, শারানা (পাকতিকা প্রদেশের রাজধানী) থেকে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে হামলার শিকার হয়ে তিনজন স্থানীয় ক্রিকেটারসহ কয়েকজন প্রাণ হারান। এসিবি এই ঘটনাকে আফগান ক্রীড়া সম্প্রদায়, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক বিরাট ক্ষতি বলে উল্লেখ করেছে। এসিবি’র বিবৃতিতে বলা হয়েছে, ’এটি একটি মর্মান্তিক ঘটনা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কুটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না। দুই দেশের সীমান্তে লড়াই চলছে। ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল দুবার—১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে এবং ২৩ নভেম্বর আবারও।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















