বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসটা ভালো যায়নি পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের যে অবস্থা হয় তাই হয়েছে। ব্যাটারদের ব্যর্থতা প্রকট হয়ে দেখা দিয়েছে। প্রোটিয়া পেসারদের দাপটে চোখে সর্ষে ফুল দেখেছে পাকিস্তানের ব্যাটাররা। ২১১ রানে অল আউট হয়েছে।
ডেন প্যাটারসন ও করবিন বোসের দাপটে এমন অবস্থা পাকিস্তানের। প্যাটারসন ৫ উইকেট নিয়েছেন আর বোসের শিকার ৪ উইকেট। বাকি উইকেটটি নিয়েছেন মার্কো ইয়ানসেন।
প্রোটিয়া বোলারদের দাপটে কিছুটা দৃঢ়তা দেখিয়েছেন কামরান গুলাম। ৫৪ রান করেছেন। পাকিস্তানের ইনিংসে এই একটা মাত্র হাফ সেঞ্চুরি। বাকি ব্যাটারদের মধ্যে বাবর আজম ও নাসিম শাহ ছাড়া অন্যরা কোনোমতো দুই অংকের রান করে বিদায় নিয়েছেন। বাবর আজম তার ব্যর্থতা অব্যাহত রেখেছেন ৪ রান করেছেন। অন্যদের মধ্যে আমের জামাল ও মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ২৮ ও ২৭ রান করেছেন। পাকিস্তানের সবচেয়ে বড় জুটিটি গড়েন কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান। পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি তাদের।
স্বল্প রানের পুঁজি নিয়ে পাকিস্তানের বোলাররা দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। খুররাম শাহজাদ ও মোহম্মদ আব্বাস এরই মধ্যে প্রোটিয়াদের তিন ব্যাটারকে তুলে নিয়েছেন। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান। ওপেনার এইডেন মার্করাম ৪৭ রানের অপরাজিত। তবে আউট হওয়া তিন ব্যাটারের কেউ ব্যক্তিগত সংগ্রহকে দুই অংকে নিতে পারেননি। মার্করামের সঙ্গে অপরাজিত রয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ৪ রান তার।