পাকিস্তানের বিদায়ে চূড়ান্ত বিশ্বকাপের সেমির লাইন আপ

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ে চূড়ান্ত হয়েছে সেমিফাইনাল লাইন আপ। ইংল্যান্ডের কাছে ৯৩ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। আর ১৬ নভেম্বর কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।


নিউজিল্যান্ড রান রেটে এতোটাই এগিয়ে ছিল যে পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। আর টস জিতে ইংল্যান্ড যখন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তখন একেবারেই পাকিস্তানের সেমির পথ বন্ধ হয়ে যায়। কারণ পাকিস্তান আগে ব্যাট করলে সেমিফাইনালে খেলতে ইংল্যান্ডকে কমপক্ষে ২৮৭ রানের ব্যবধানে হারাতে হতো। কিন্তু ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩৩৭ রান করে।

এই অবস্থায় বিশ্বকাপের শেষ চারে খেলতে পাকিস্তানকে ৩৩৮ রান করতে হতো ৬ ওভার ৪ বলে। ৪০ বলে ম্যাচ জেতা অসম্ভব হলেও ৫০ ওভার খেলে ৩৩৮ রান করা কঠিন ছিল না। কিন্তু পাকিস্তান সেটিও করতে পারেনি। ইংল্যান্ডের কাছে ৯৩ রানে হেরে বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তান।

কলকাতার ইডেন গার্ডেন্সে জনি বেয়ারস্টো, জো রুট ও বেন স্টোকসের হাফ সেঞ্চুরিতে বড় স্কোর গড়ে ইংল্যান্ড। তাদের উদ্বোধনী জুটিই মূলত বড় সংগ্রহের ভীত গড়ে দেয়। ডেভিড মালান ও জনি বেয়ারস্টো মিলে ৮২ রান যোগ করেন। ডেভিড মালান ৩১ রান করেন। ৫৯ রানে আউট হয়েছেন জনি বেয়ারস্টো। জো রুট করেন ৬০ রান। দ্রুত রান তুলতে মনযোগি ছিলেন বেন স্টোকস। ৭৬ বলে ৮৪ রান করেছেন। শেষ দিকে হ্যারি ব্রুকের ১৭ বলে ৩০ রান ও ডেভিড উইলির ৫ বলে ১৫ রানে ৯ উইকেটে ৩৩৭ রান করে ইংল্যান্ড। হারিস রউফ ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে পাকিস্তানের। রান তাড়া করার চাপও নিতে পারেনি তারা। স্কোরবোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই ইনিংসের দ্বিতীয় বলে আউট হয়ে গেছেন আব্দুল্লাহ শফিক। এরপর নয় বল খেলে এক রানে আউট হয়েছেন ফখর জামান। বিশ্বকাপ হতাশায় পার করা অধিনায়ক বাবর আজম ৩৮ রানে ফিরেছেন। ৩৬ রানে রিজওয়ান যখন আউট হয়েছেন তখন তখন পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান।

দলীয় ১২৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন সৌদ শাকিল। ৩ রান করে ইফতিখার আহমেদ ও ৪ রানে শাদাব খান যখন আউট হয়েছেন তখন বড় পরাজয়ের শঙ্কা পাকিস্তান শিবিরে।

মনে হচ্ছিল দু’শো রানের আগেই অলআউট হয়ে যাবে পাকিস্তান। সেটা আর হয়নি। আগা সালমানের ফিফটি এবং শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফের ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৪৩ ওভার ৩ বলে ২৪৪ রানে অলআউট হয় পাকিস্তান। আগা সালমান ৫১ রান করেছেন। শাহীন শাহ ২৫ ও হারিস রউফ ২৩ বলে ৩৫ রান করেন। ডেভিড উইলি ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন আদিল রশিদ, আটকিনসন ও মঈন আলী।

Exit mobile version