পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়কহীন টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথম ওয়ানডে দিয়ে ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে তাদের ঘরোয়া আন্তর্জাতিক মৌসুম। তবে ম্যাচ শুরুর ২০ দিন আগেই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে অধিনায়ক হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। প্রধান খেলোয়াড়দের অনুপস্থিতিতে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, জশ হ্যাজলউড, ক্যামেরন গ্রিনসহ কয়েকজন তারকা খেলোয়াড় বিশ্রামে থাকবেন। মার্শ ও হেড থাকবেন পিতৃত্বকালীন ছুটিতে, আর গ্রিন পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।

অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা দলে থাকলেও অধিনায়কের ভূমিকা নেবেন কে, তা এখনো নিশ্চিত হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা অথবা ব্যাটসম্যান ম্যাথু শর্ট হতে পারেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক। এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল গ্লেন ম্যাক্সওয়েলের সম্ভাবনাও তুলে ধরেছে।

টি-টোয়েন্টি সিরিজে কোচিং স্টাফেও থাকছে পরিবর্তন। প্রধান কোচ অ্যান্ডু ম্যাকডোনাল্ড, ব্যাটিং কোচ মাইকেল ডি ভেনুতো এবং সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টরি ভারতের বিপক্ষে সিরিজের জন্য দলকে প্রস্তুত করবেন। তাদের অনুপস্থিতিতে সহকারী কোচ আন্দ্রে বোরোভেচ প্রধান কোচের দায়িত্ব সামলাবেন। বোরোভেচকে সহযোগিতা করবেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ব্র্যাড হজ এবং নিউজিল্যান্ডের সাবেক পেসার হ্যামিশ বেনেট।

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড-

শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ ইংলিস, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

Exit mobile version