পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজে বাংলাদেশের ছয় রেকর্ড

রাওয়ালপিন্ডিতে নতুন ইতিহাস গড়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। এই সিরিজে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে সফরকারীরা।

অবিস্মরণীয় টেস্ট সিরিজটিতে বাংলাদেশের যত রেকর্ড-

১- পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দ্বিতীয় দল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে জিতেছিলো ইংল্যান্ড।

২- তৃতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে টেস্ট জিতল বাংলাদেশ। ২০০৯ সালে গ্রানাডায় বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

৩- টেস্টে সাতবার ২১৫ বা এর কম রানের লক্ষ্য পেয়ে সাতবারই জিতেছে বাংলাদেশ। টেস্টে বাংলাদেশের একুশতম জয় এটি। দেশের বাইরে অষ্টম।

৪- সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে ১৩৭ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এত অল্প রানে ৬ উইকেট হারানোর পরও কোনো দলের জয় টেস্ট ক্রিকেটে দেখা গিয়েছিল সেই ১৮৮৭ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে প্রথম ইনিংসে ১৭ রানে ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। পরে তারা অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৪৫ রানেই। এরপরেও অজিদের জয়ের জন্য ১১১ রানের লক্ষ্য সেট করে ১৩ রানে ম্যাচ জিতেছিল সফরকারীরা।

৫- ২৬ রানে ৬ উইকেট পড়ার পর আরও ২৩৬ রান যোগ করেছে বাংলাদেশ। শতকরা হিসেবে যা ইনিংসের ৯০.০৮ শতাংশ। টেস্টে ষষ্ঠ উইকেট পতনের পর শতকরা হিসাবে এটিই সর্বোচ্চ। পেছনে পড়েছে ১৮৮৮ সালে গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড (৯০.০০%) । ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট হারানোর পর আরও ৬৩ রান যোগ করেছিল অস্ট্রেলিয়া।

৬- টেস্টে ৫০ রানের কমে প্রথম ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১১৫। ২০০৬ সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের আবদুল রাজ্জাক ও কামরান আকমলের। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। রাওয়ালপিন্ডিতে আগের টেস্টেই মুশফিক-মিরাজ করেছিলেন ১৯৬।

Exit mobile version