সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট লড়াই। ছয় ম্যাচের সিরিজ। তিনটি ওয়ানডে, তিনটি টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে দিয়ে শুরু হবে এই সিরিজ। মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে।
অস্ট্রেলিয়া ও পাকিস্তান- উভয় দলের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। পাকিস্তান দল নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে শুরু করবে এই সিরিজ। একের পর এক বদলের ঘটনার পর রিজওয়ানের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া দলকে নেতৃত্বে দিতে ফিরছেন। একই সঙ্গে দলে ফিরতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টয়নিস, মিচেল স্টার্ক। তাদের এই ফেরাটা পাকিস্তানের জন্য দুঃসংবাদ হয়ে দেখা দিতে পারে।
গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম কামিন্স আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন। জুনের পর অস্ট্রেলিয়া ইংল্যান্ড সফরে গেলেও সেখানে ছিলেন না কামিন্স। ফলে চার মাসের বেশি সময় পর তিনি আন্তর্জাতিক ম্যাচে ফিরছেন।
দলে ফিরলেও প্যাট কামিন্স সম্ভবত প্রথম দুই ম্যাচে মাঠে থাকবেন। তৃতীয় ওয়ানডেতে তার না খেলার সম্ভাবনাই বেশি। আগামী ২২ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে। এখানেই ১০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ভ্রমণজনিত সমস্যার কারণে তৃতীয় ওয়ানডের জন্য কামিন্স পার্থে নাও আসতে পারেন। সে ক্ষেত্রে তৃতীয় ম্যাচের জন্য অস্ট্রেলিয়াকে নতুন আর এক অধিনায়ক খোঁজ করতে হবে। কেননা সহঅধিনায়ক মিচেল মার্শ পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।
