অভিষেকেই ওয়ানডের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুহাম্মদ আব্বাস। নামটা পাকিস্তানের ক্রিকেটারের মনে হচ্ছে। হ্যাঁ তিনি পাকিস্তানী। তবে কীর্তিটা গড়েছেন পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ডের হয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি এই কীর্তি গড়েছেন।
মুহাম্মদ আব্বাসের বাবা আজহার আব্বাস। পাকিস্তানের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। জাতীয় দলের হয়েও খেলার স্বপ্ন দেখছিলেন। জাতীয় দলে খেলা আর হয়নি। পরিবারের প্রয়োজনে নিউজিল্যান্ড পাড়ি জমালেও ক্রিকেট ছাড়েননি আজহার আব্বাস। ওয়েলিংটন ও অকল্যান্ডের হয়ে খেলেছেন তিনি।
গত ফেব্রুয়ারিত লিস্ট ‘এ’ ক্রিকেটে ওয়েলিংটনের হয়ে প্রথম সেঞ্চুরি করেন মুহাম্মদ আব্বাস। ১৫ ম্যাচে রান ৪৫৪, গড় ৩৫। ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স আহামরি কিছু নয়। তাইতো দলে ডাক পেয়ে অবাক হয়েছিলেন।
তবে তাকে দলে ডাকা যে ভুল সিদ্ধান্ত ছিল না তার প্রমাণ প্রথম ম্যাচেই দিয়েছেন তিনি। ইনিংসের ৪২তম ওভারে ক্রিজে এসে দুই বল বাকি থাকতে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ২৪ বলে হাফ সেঞ্চুরি করা আব্বাস শেষ বলে আউট হওয়ার আগে ২৬ বলে করেন ৫২ রান। এর আগে অভেষেকে দ্রুততম হাফ সেঞ্চুরি করার কীর্তি ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের অলিক অ্যাথানেজের। উভয়ে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।