ইংল্যান্ড সফরে থাকা ১৮ ক্রিকেটার থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান। কিন্তু সেই দলে জায়গা হচ্ছে না পেসার হাসান আলীর। ইংল্যান্ডের কাউন্টিতে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি তাকে ছাড়পত্র দিয়েছে। ফলে ধরে নেয়া হচ্ছে ২ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা হচ্ছে না ২৯ বছর বয়সি এই পেসারের।
পিসিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, কাউন্টিতে হাসান আলীর যে চুক্তি আছে তা অব্যাহত রাখার সম্মতি দেয়া হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে হাসান আলীকে হারিস রউফের বিকল্প হিসেবে রাখা হয়েছিলো। ইনজুরিতে পড়া হারিস রউফ সুস্থ হওয়ায় হাসান আলীর ব্যাপারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ মে শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি শুরুর আগে হঠাৎ করেই হাসান আলীকে দলে নেয়া হয়েছিলো।
এই ঘটনায় হাসান নিজেও অবাক হয়েছিলেন। কেননা ২০২১ বিশ্বকাপে মাত্র তিন ম্যাচ খেলা হাসান এই ফর্মেটে আর দলে নিয়মিত হতে পারেন নি। ২০২২ সালে দুই ম্যাচ খেললেও ২০২৩ সালে দলেই ফিরতে পারেন নি। এমনটি আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলেন মাত্র এক ম্যাচ।
হারিস রউফ ফিট হওয়ায় গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগেই হাসানের ব্যাপারে পিসিবি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। সিরিজের পরের তিন ম্যাচ যথাক্রমে ২৫, ২৮ ও ৩০ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















