ডাবলিনে চলছে স্বাগতিক আয়ারল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার জমজমাট তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ড পাকিস্তানকে ৫ উইকেট ও এক বল হাতে রেখে হারিয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জয় পায় ১৯ বল ও ৭ উইকেট হাতে রেখে। প্রথম ও দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনে ছিলো যথাক্রমে ১৮৩ ও ১৯৪ রানের টার্গেট।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এরই মধ্যে এলো ঐতিহাসিক এক ঘটনা। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে সফর করতে যাচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত না হলেও এটি হতে যাচ্ছে আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরে।
সফরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এই মুহুর্তে আয়ারল্যান্ড সফর করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনিই প্রথম আইরিশদের পাকিস্তান সফরের বিষয়টি ঘোষণা করেন। এর পর পরই বিষয়টি নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেট আয়ারল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














