এশিয়া কাপ ক্রিকেট আজ প্রথমবার মাঠে নামছে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ ওমান। দুর্দান্ত এক স্মৃতি নিয়ে শিরোপা প্রত্যাশী পাকিস্তান মিশন শুরু করতে যাচ্ছে। একদিকে ওমান দুর্বল প্রতিপক্ষ। অন্যদিকে চমৎকার ফর্মে রয়েছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ জয়ের স্মৃতি নিয়েই তারা টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। আজ রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান ও ওমান। ক্রিকেট শক্তিতে ভিন্ন দুই মেরুতে তাদের অবস্থান। পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে গ্রুপ পর্বে একটা ম্যাচ হেরেছিল। সর্বশেষ খেলা পাঁচ ম্যাচে এই একটিতে তাদের হার। অন্যদিকে ওমান সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে।
পাকিস্তান ত্রিদেশীয় সিরিজে জিতলেও তাদের বর্তমান অবস্থা বিশেষ করে টপ অর্ডার নিয়ে দুঃশ্চিন্তার শেষ নেই। তাদের ওপেনার সাহেবজাদা ফারহানকে ইচ্ছামতো খেলার স্বাধীনতা দেওয়া হলেও তা কাজে লাগাতে পারছেন না। গত পাঁচ ম্যাচে তার সর্বোচ্চ রান ২১।
ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান দলে রদবদল করে খেললেও এ ম্যাচে হয়তো তারা তাদের সেরা একাদশ নামাবে। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো তারা নিজেদের পরীক্ষা করে নিতে চায়।
দুর্দান্ত ফর্মে থাকলেও পিচের বিচারে পাকিস্তানের আত্মবিশ্বাস বেশ নিচুতে। কারণ এখানে সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিতে হেরেছে। আগামী রবিবার তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















