পেহেলগাম ইসুতে সংঘাতে জড়িয়ে পরে ভারত-পাকিস্তান! তবে সংঘাত থামলে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করে ভারত। তবে আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সূচি অনুসারে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল।
এই অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিৎ কি-না তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার এই প্রশ্নে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। তার মতে, অবশ্যই দুই দেশের খেলা উচিত। কেন উচিত, সেই ব্যাখ্যাও দিয়েছেন সৌরভ। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, বিসিসিআই রাজি হয়ে ঠিক করেনি। তবে সৌরভ এখানে কোনো ভুল দেখেননি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত।
এছাড়া সৌরভ বলেন, ‘খেলাধুলা এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাও চলুক।’ সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এশিয়া কাপ হবে। ভারত আয়োজক দেশ হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















