পাকিস্তান ক্রিকেট বোর্ডের হল অব ফেমে স্থান পেয়েছেন ইনজামাম উল হক, মিসবাহ উল হক, মুশতাক মোহাম্মদ ও সাঈদ আনোয়ার। এই চার ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের হল ফেমে সদস্য সংখ্যা দাঁড়ালো ১৪। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২১ সালে হল অব ফেম চালু করে।
ইনজামাম উল হক, মিসবাহ উল হকের আগে হল অব ফেমে সদস্য সংখ্যা ছিল ১০ জন। হল অব ফেমের আগের সদস্য, সাবেক খেলোয়াড় ও সাংবাদিকদের সমম্বয়ে ১১ জনের একটি স্বতন্ত্র প্যানেলের ভোটে নতুন এই চার ক্রিকেটোর তালিকায় জায়গা পেয়েছেন।
হল অব ফেমের নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে নাকভি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই চার কিংবদন্তিকে হল অব ফেমে অন্তর্ভূক্ত করার জন্য আন্তরিক অভিনন্দন। পাকিস্তান ক্রিকেট ও বৈশ্বিক খেলাটিতে তাদের অসামান্য অবদানের জন্য এই শ্রদ্ধা নিবেদন।
ইনজামাম উল হক ১২০ টেস্টে ৮৮৩০ রান করেছেন। ৩৭৮ ওয়ানডেতে তার রান ১১৭৩৯। টি-টোয়েন্টির ১ ম্যাচ থেকে ১১ রান নিয়ে তার মোট রান ২০৫৪১। পাকিস্তানের ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রান।
সাঈদ আনোয়ার ৫৫ টেস্টে ৪০৫২ ও ২৪৭ ওয়ানডেতে ৮৮২৪ রান করেন। তার নেতৃত্বে পাকিস্তান টেস্ট র্যাংকিংয়ে ১ নম্বরে ওঠে পাকিস্তান।
৭৫ টেস্টে ৫২২২ এবং ১৬২ ওয়ানডেতে ৫১২২ রান মিসবাহ উল হকের।
৫৭ টেস্টে মুশতাকের রান ৩৬৪৩। ১০ ওয়ানডেতে রান ২০৯। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট জয় করেছিল পাকিস্তান।