পাকিস্তানে যাচ্ছেন রোহিত শর্মা!

পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটাও মোটেও স্বস্তির নয় ভারতের। তার প্রভাবটা প্রকটভাবে ধরা পড়ে ক্রীড়াঙ্গনে। যে কারণে দীর্ঘদিন ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল একে অপরের দেশ সফর থেকে বিরত রয়েছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান এ ট্রফির আয়োজক হওয়া সত্ত্বেও ভারত সে দেশে যাচ্ছে না। তবে যাচেছন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির একটা বিশেষ ফটোশুটে অংশ নিতে রোহিত শর্মার পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের সামা টিভি জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আয়োজিত এই ইভেন্টে সব অংশগ্রহণকারী দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। পাকিস্তান মাটিতে এই ফটোশুট ও সংবাদ সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। যদি রোহিত শর্মা এই ফটোশুটে যোগ দেন তাহলে দুই দেশের ক্রিকেট সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। পাকিস্তান মূল আয়োজক, তবে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনু্য দুবাইয়ে অনুষ্ঠিত হবে। মূলত ভারতের আপত্তিতে পাকিস্তান ও আইসিসিকে এই পথে হাঁটতে হয়েছে।

ভারত ও পাকিস্তানের দুই দেশের ক্রিকেট সম্পর্ক এখন বলতে গেলে নাই। নিরপেক্ষ ভেনু্য ও আইসিসি টুর্নামেন্টে তাদের ক্রিকেট সম্পর্ক সীমাবদ্ধ।

Exit mobile version