পাকিস্তান গিয়ে জয় ছিনিয়ে আনতে চান শরিফুল

বাংলাদেশ টেস্টে সবশেষ পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো ২০২১ সালে। ঘরের মাঠে দুই ম্যাচের সেই সিরিজে টাইগাররা হয়েছিলো হোয়াইটওয়াশ। মেন ইন গ্রিনদের বিপক্ষে সমীকরণও খুব খারাপ লাল-সবুজের। দীর্ঘ ৩২ মাস পর আবারও তাদের সঙ্গে লাল বলের লড়াই শান্ত-মিরাজদের।

একাধিকবার জয়ের সম্ভাবনা জাগালেও এখন পর্যন্ত মোট ১৩ বারের দেখায় ১২ ম্যাচে হেরেছে লাল-সবুজ, আর ড্র করেছে একটিতে। এবার নতুন ইতিহাস গড়তে চায় নাজমুল হোসেন শান্তর দল। এমনটাই জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম। শরিফুল বলেন, ‘অবশ্যই রাওয়ালপিন্ডিতে আমরা আগে খেলা দেখছি যে ব্যাটিংবান্ধব উইকেট। আমাদেরও ভালো ব্যাটার আছে খেলাটা ফাইটিং হবে ইনশাআল্লাহ। ভালো একটা ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করব।’

এই পেসার আরো বলেন, ‘অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য।’

Exit mobile version