পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির দশম আসর এটি। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা।২০১৭ সালে সর্বশেষ আসরে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল। সে সময়ে পাকিস্তানের অধিনায়ক ছিলেন সরফরাজ আহমেদ।
দীর্ঘ আট বছর পর সরফরাজ এখন দলে নেই। আবার আছেনও। এবারের টুর্নামেন্টের ইভেন্ট অ্যাম্বাসাডর তিনি। তার মতে এবারও পাকিস্তানের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে।
সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার আগে পাকিস্তানকে আরো একটা কঠিন পথ পাড়ি দিতে হবে। সে পথে তাদের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী ভারত। আগামী ২৩ তারিখ দুবাইয়ে পাকিস্তান ও ভারত মুখোমুখি হবে। এ ম্যাচ সম্পর্কে সরফরাজ বলেন, যখন ক্রিকেট মাঠে এই দুই দল মুখোমুখি হয় তখন তা সত্যিকারভাবেই একটা বিশেষ ঘটনা। ম্যাচে প্রচণ্ড চাপ থাকে। তবে খেলোয়াড় হিসেবে অবশ্য মাথা ঠান্ডা রাখতে হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়া বা অন্য দলের বিপক্ষে যেভাবে খেলা হয় সেভাবে খেলতে হবে।
পাকিস্তানের সম্ভাবনা সম্পর্কে সরফরাজ বলেন, মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তানের শিরোপা জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে। আমার কাছে দলটাকে শক্তিশালী মনে হয়। ২০১৭ সালের টুর্নামেন্টে খেলা কয়েকজন এবার দলে রয়েছে। তাদের মধ্যে একজন বাবর আজম। এখন সে অনেক বেশি পরিণত। তার ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ। একইভাবে গুরুত্বপূর্ণ ফখর জামানের ব্যাটিং।
শিরোপা জয় করতে সরফরাজ আহমেদ বল হাতে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের বোলিংয়ে ভালো করার ওপর জোর দিয়েছেন।
পাকিস্তান তাদের মিশন শুরু করবে ১৯ ফেব্রুয়ারি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথ ম্যাচ তাদের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















