টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী বছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। মার্চের শেষ দিকে শুরু হতে যাওয়া এই সফরে দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যদিও আইসিসির এফটিপি অনুযায়ী সিরিজে টি-টোয়েন্টি থাকার কথা ছিল, শেষ পর্যন্ত তা বাদ পড়েছে।
সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২৬ মার্চ। টেস্ট দুটি আয়োজিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। বিসিবি ইতোমধ্যে নিজেদের প্রস্তাব পিসিবির কাছে পাঠিয়েছে, তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বোর্ড।
পাকিস্তানের সিরিজ শেষ হওয়ার পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। সেই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও সূচি এখনও নির্ধারিত হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














