‘পাকিস্তান’ নাম ব্যবহারে কড়াকড়ি!

ছবি: কালেক্টেড

বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর এবার ‘পাকিস্তান’ নাম ব্যবহারে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পিসিবির অনুমতি ছাড়া আর কোনো বেসরকারি ক্রিকেট টুর্নামেন্টে ‘পাকিস্তান’ নাম ব্যবহার করা যাবে না। কেউ এর ব্যত্যয় ঘটালে নেওয়া হবে আইনি পদক্ষেপ।

সম্প্রতি চলমান ডব্লিউসিএল টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের ‘পাকিস্তান চ্যাম্পিয়ন্স’ দলের বিপক্ষে না খেলায় আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি আলোচনার জন্ম দেয়। সেই প্রেক্ষিতে বৃহস্পতিবার বোর্ড সভায় বসে পিসিবি এবং নেয় কঠোর সিদ্ধান্ত।

বোর্ডের ঘনিষ্ঠ একটি সূত্র টেলিকম এশিয়া স্পোর্টস-কে জানায়, “দ্বিতীয়বার ভারতীয় ক্রিকেটারদের এভাবে পাকিস্তানের নামের প্রতি অসম্মান জাতীয় গর্বের ওপর আঘাত। এখন থেকে এই নাম বাণিজ্যিকভাবে কেউ যেন ব্যবহার না করতে পারে, সে দিকেই নজর দিচ্ছে বোর্ড।”

পিসিবি আরও জানিয়েছে, বিদেশি কিছু নিুমানের লিগে—যেমন জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র কিংবা কেনিয়ার লিগে—‘পাকিস্তান’ নাম নিয়ে দল নামানোর নজির পাওয়া গেছে। এসব লিগ পিসিবির অনুমোদন ছাড়া এমন নাম ব্যবহার করেছে বলেও দাবি বোর্ডের।

এ নিয়ে পাকিস্তানের সরকারের ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয় আইপিসিও পিসিবিকে কঠোর ব্যবস্থা নিতে বলেছে।তবে চলতি ডব্লিউসিএল-এর ফাইনালে অংশ নিতে পারবে ‘পাকিস্তান লিজেন্ডস’ দল। এটি শুধুমাত্র একবারের অনুমতি হিসেবেই দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন ছাড়ের কোনো সুযোগ থাকবে না বলেই বোঝা যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, দেশের নাম কেবল আবেগ নয়, এটি কূটনৈতিক সম্মান এবং জাতীয় মর্যাদার প্রতীক। সে জায়গা থেকেই পিসিবির এমন সিদ্ধান্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ।

Exit mobile version